কোরাআনে মোট কয়টি সূরা

কোরাআনে মোট কয়টি সূরা

কোরাআনে মোট কয়টি সূরা
কোরাআনে মোট কয়টি সূরা


কোরাআনে মোট কয়টি সূরা?, পবিত্র আল কোরআন মহান আল্লাহ মানব জাতির হেদায়েতের জন্য নাযিল করেছেন। মহান আল্লাহ এই কোরআনে ইহকালে মানুষের দৈনন্দিন পথ চলার এবং পরকালের আমল সঙ্গে নেয়ার সার্বিক পথ সুনির্দিষ্টভাবে বাতলে দিয়েছেন। এ বিষয় নিয়ে কিছু তথ্য উপস্থাপন করা হলো।


০১) প্রশ্নঃ পবিত্র কুরআনুল কারীমে কতটি সূরা আছে?

উত্তরঃ ১১৪টি।

০২) প্রশ্নঃ পবিত্র কুরআনের প্রথম সূরার নাম কি?

উত্তরঃ সূরা ফাতিহা।

০৩) প্রশ্নঃ পবিত্র কুরআনের সবচেয়ে বড় সূরার নাম কি?

উত্তরঃ সূরা বাকারা।

০৪) প্রশ্নঃ পবিত্র কুরআনের সবচেয়ে ছোট সূরার নাম কি?

উত্তরঃ সূরা কাওছার।

০৫) প্রশ্নঃ পবিত্র কুরআনের মধ্যে সবচেয়ে বড় আয়াত কোনটি কোন সূরায়?

উত্তরঃ সূরা বাক্বারার ২৮২ নং আয়াত।

০৬) প্রশ্নঃপবিত্র কুরআনের মধ্যে সবচেয়ে ফযী লত পূর্ণ আয়াত কোনটি?

উত্তরঃ আয়াতুল কুরসী।(সূরা বাক্বারা ২৫৫ নং আয়াত।

০৭)প্রশ্নঃ ফরয নামাযান্তে কোন আয়াতটি পাঠ করলে,মৃত্যু ছাড়া জান্নাতে যেতে কোন বাধা থাকে না?

উত্তরঃ আয়াতুল কুরসী।

০৮) প্রশ্নঃ পবিত্র কুরআনের কোন্ সূরাটি পাঠ করলে কবরের আযাব থেকে রক্ষা পাওয়া যাবে?

উত্তরঃ সূরা মুলক। (৬৭ নং সূরা)

০৯) প্রশ্নঃ পবিত্র কুরআনের কোন সূরাটি কুরআনের এক তৃতীয়াংশের সমান?

উত্তরঃ সূরা ইখলাছ। (১১২ নং সূরা)

১০) প্রশ্নঃ পবিত্র কুরআনের কোন সূরার প্রতি ভালবাসা মানুষকে জান্নাতে নিয়ে যাবে?

উত্তরঃ সূরা ইখলাছ।


১১) প্রশ্নঃ কোন সূরাটি পবিত্র কুরআনের চতুর্থাংশের সমপরিমাণ?

উত্তরঃ সূরা কাফেরূন। (১০৯ নং সূরা)

১২. প্রশ্নঃ পবিত্র কুরআনের কোন সূরাটি জুমআর দিন বিশেষভাবে পাঠ করা মুস্তাহাব?

উত্তরঃ সূরা কাহাফ (১৮ নং সূরা))

১৩ প্রশ্নঃ পবিত্র কুরআনের কোন সূরার প্রথমাংশ তেলাওয়াতকারীকে দাজ্জালের ফেতনা থেকে রক্ষা করবে?

উত্তরঃ সূরা কাহাফের প্রথম দশটি আয়াত। (১৮ নং সূরা))

১৪) প্রশ্নঃ পবিত্র কুরআনের কোন দু’টি সূরা জুমআর দিন ফজরের নামাযে তেলাওয়াত করা সুন্নাত?

উত্তরঃ সূরা সাজদা ও দাহার।

১৫ প্রশ্নঃ পবিত্র কুরআনের কোন দু’টি সূরা জুমআর নামাযে তেলাওয়াত করা সুন্নাত?

উত্তরঃ সূরা আ’লা ও গাশিয়া।

১৬) প্রশ্নঃ পবিত্র কুরআন কত বছরে নাযিল হয়?

উত্তরঃ তেইশ বছরে।

১৭) প্রশ্নঃ ‘মুহাম্মাদ’ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এরনাম পবিত্র কুরআনে কত স্থানে উল্লেখ হয়েছে?

উত্তরঃ চার স্থানে। (১) সূরা আল ইমরান আয়াত- ১৪৪। (২) সূরা আহযাব আয়াত নং ৪০। (৩) সূরা মুহাম্মাদ আয়াত নং ২। (৪) সূরা ফাতাহ্ আয়াত নং ২৯।

১৮) প্রশ্নঃ পবিত্র কুরআনের সর্বপ্রথম কোন আয়াত নাযিল হয়?

উত্তরঃ সূরা আলাকের প্রথম পাঁচটি আয়াত। ইক্বরা বিসমি রাব্বিকাল্লাযী…..

১৯) প্রশ্নঃ পবিত্র কুরআনের কোন আয়াতটি সর্বশেষ নাযিল হয়?

উত্তরঃ আল্লাহ্ বলেন, (وَاتَّقُوا يَوْمًا تُرْجَعُونَ فِيهِ إِلَى اللَّهِ ثُمَّ تُوَفَّى كُلُّ نَفْسٍ مَا كَسَبَتْ وَهُمْ لَا يُظْلَمُونَ) সূরা বাক্বারার ২৮১ নং আয়াত। (ইবনু আবী হাতেম সাঈদ বিন জুবাইর (রাঃ) থেকে বর্ণনা করেন যে, এই আয়াত নাযিল হওয়ার পর নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) নয় দিন জীবিত ছিলেন।- আল ইতক্বান ফি উলূমিল কুরআন)

২০) প্রশ্নঃ পবিত্র কুরআনের সর্বপ্রথম কোন সূরাটি পূর্ণাঙ্গরূপে নাযিল হয়?

উত্তরঃ সূরা ফাতিহা।


২১) প্রশ্নঃ পবিত্র কুরআন প্রথম যুগে কিভাবে সংরক্ষিত ছিল?

উত্তরঃ ছাহাবায়ে কেরামের স্মৃতিতে, লিখিত অবস্থায় চামড়ায়, হাড়ে, পাতায় এবং পাথরে।

২৩) প্রশ্নঃ সর্বপ্রথম কে কুরআন একত্রিত করেন?

উত্তরঃ আবু বকর (রাঃ)।

২৪) প্রশ্নঃ কোন সাহাবীকে কুরআন একত্রিত করার দায়িত্ব দেয়া হয়েছিল?

উত্তরঃ যায়েদ বিন ছাবেত (রাঃ)কে।

২৫)প্রশ্নঃ কার পরামর্শে এই কুরআন একত্রিত করণের কাজ শুরু হয়?

উত্তরঃ ওমর বিন খাত্তাব (রাঃ)

২৬) প্রশ্নঃ রাসূলুল্লাহ্ (সাঃ) এর ওহী লেখক কে কে ছিলেন?উত্তরঃ আলী বিন আবী তালেব, মুআবিয়া বিন আবী সুফিয়ান, যায়েদ বিন ছাবেত ও উবাই বিন কা’ব প্রমুখ (রাঃ)।

২৭) প্রশ্নঃ কোন যুগে কার নির্দেশে কুরআনের অক্ষরে নকতা দেয়া হয়?

উত্তরঃ উমাইয়া খলীফা আবদুল মালিকের যুগে হাজ্জাজ বিন ইউসূফের নির্দেশে একাজ হয়।

২৮) প্রশ্নঃ কুরআনে নকতা দেয়ার কাজটি কে করেন?

উত্তরঃপবিত্র কোরআনে নুকতা সর্বপ্রথম কে লাগিয়েছেন, এ বিষয়ে ঐতিহাসিকদের মাঝে মতপার্থক্য রয়েছে। কনো কোনো বর্ণনায় পাওয়া যায় এ কাজ সর্বপ্রথম আবুল আসওয়াদ দুয়াইলি (রাহ.) করেছেন। কোনো কোনো ঐতিহাসিক মত দিয়েছেন, এ কাজ তিনি হাযরত আলী রাযিআল্লাহু আনহু এর নির্দেশে করেছিলেন। কেউ কেউ মত দিয়েছেন, কুফার গভর্নর যিয়াদ ইবনে আবু সুফিয়ান আসওয়াদ দুয়াইলি দ্বারা এ কাজ করিয়েছিলেন।


আর এক বর্ণনায় পাওয়া যায়, এ মহৎ কাজ ইরাকের এক সময়ের গভর্নর হাজ্জাজ বিন ইউসূফ, 

১।হজরত হাসান বসরী (রাহ.)

২। ইয়াহইয়া ইবনে ইয়ামার ও৩। নসর ইবনে আসেম লায়সি দ্বারা আঞ্জাম দিয়েছিলেন।

উত্তরঃ নাসর বিন আছেম বিন ই’য়ামার (রহঃ)।

২৯) প্রশ্নঃ কুরআনে কে হরকত (যের যবর পেশ ইত্যাদি) সংযোজন করেন?

উত্তরঃ খলীল বিন আহমাদ আল ফারাহীদী (রহঃ)।ওফাত৭৮৬ হিজরী। 

৩০) প্রশ্নঃ পবিত্র কুরআনে কতবার ‘দুনিয়া’ শব্দটি এসেছে?উত্তরঃ ১১৫ বার।

৩১) প্রশ্নঃ পবিত্র কুরআনে কতবার ‘আখেরাত’ শব্দটি এসেছে?উত্তরঃ ১১৫ বার।

৩২) প্রশ্নঃ পবিত্র কুরআনে কতটি অক্ষর রয়েছে?

উত্তরঃ ৩২৩৬৭১টি।

প্রশ্নঃ পবিত্র কুরআনে কতটি শব্দ আছে?উত্তরঃ ৭৭৪৩৯টি।

৩৩) প্রশ্নঃ পবিত্র কুরআনে কতটি আয়াত আছে?

উত্তরঃ ৬২৩৬টি।

৩৪) প্রশ্নঃ কোন সূরার শেষ দু’টি আয়াত কোন মানুষ রাত্রে পাঠ করলে তার জন্য যথেষ্ট হবে?

উত্তরঃ সূরা বাক্বারার শেষের আয়াত দু’টি। (285 ও ২৮৬ নং আয়ত)

৩৫) প্রশ্নঃ পবিত্র কুরআনে কতটি সিজদা আছে এবং কোন কোন সূরায়?

উত্তরঃ১৪টি। আ’রাফ (২০৬নং আয়াত), রা’দ (১৫নং আয়াত), নাহাল (৪৯নং আয়াত), ইসরা (১০৭নং আয়াত), মারইয়াম (৫৮নং আয়াত), হাজ্জ (১৮ ও ৭৭ নং আয়াত), ফুরক্বান (৬০নং আয়াত), নামাল (২৫নং আয়াত), হামীম সিজদা (১৫নং আয়াত), সোয়াদ (২৪নং আয়াত), হা-মীম আস সাজদাহ (৩৭নং আয়াত), নাজম (৬২নং আয়াত), ইনশক্বিাক (২১নং আয়াত), আলাক (১৯নং আয়াত)।


৩৬) প্রশ্নঃ কোন সূরায় দু’টি সিজদা রয়েছে?

উত্তরঃ সূরা হজ্জ। (18 ও ৭৭ নং আয়াত)

৩৭) প্রশ্নঃ পবিত্র কুরআনে কতবার ‘রহমান’ শব্দের উল্লেখ হয়েছে?

উত্তরঃ ৫৭ বার।

৩৮)প্রশ্নঃ পবিত্র কুরআনে কতবার ‘জান্নাত’ শব্দ এসেছে?

উত্তরঃ ১৩৯ বার। (একবচন, দ্বিবচন ও বহুবচন শব্দে)

৩৯) প্রশ্নঃ পবিত্র কুরআনে কতবার ‘জাহান্নাম’ শব্দ এসেছে?

উত্তরঃ ৭৭বার।

৪০) প্রশ্নঃ পবিত্র কুরআনে কতবার ‘নার বা আগুন’ শব্দ এসেছে?

উত্তরঃ ১২৬বার।

৪১. প্রশ্নঃ পবিত্র কুরআনে কতবার ‘আল হামদু লিল্লাহি রাব্বিল আলামীন’ বাক্যটি এসেছে?

উত্তরঃ ৬বার।

৪২. প্রশ্নঃ পবিত্র কুরআনের কোন্ আয়াতে আরবী ২৯টি অক্ষরই রয়েছে?

উত্তরঃ সূরা ফাতাহ এর ২৯ নং আয়াতে।

৪৩. প্রশ্নঃ সূরা ফাতিহায় ‘মাগযূবে আলাইহিম’ বলতে কাদেরকে বোঝানো হয়েছে এবং ‘যাল্লীন’ বলতে কাদেরকে বোঝানো হয়েছে?

উত্তরঃ ‘মাগ দ বি আলাইহিম’ বলতে ইহুদীদেরকে এবং ‘দ অল লীন ’ বলতে খৃষ্টানদেরকে বোঝানো হয়েছে।

৪৪. প্রশ্নঃ পবিত্র কুরআনের কোন সূরায় ‘মীম’ অক্ষরটি নেই?উত্তরঃ সূরা কাওছার।

৪৫. প্রশ্নঃ পবিত্র কুরআনের কোন সূরায় ك ‘কাফ’ অক্ষরটি নেই?উত্তরঃ সূরা কুরায়িশ, ফালাক ও আছর।

৪৬. প্রশ্নঃ পবিত্র কুরআনের কোন সূরায় দুবার বিসমিল্লাহির রহমানির রাহীম রয়েছে?

উত্তরঃ সূরা নামল। (২৭ নং সূরা)

৪৭. প্রশ্নঃ কুরআনের কোন সূরার প্রথমে বিসমিল্লাহ নেই?

উত্তরঃ সূরা তাওবা। (৯নং সূরা)

৪৮. প্রশ্নঃ পবিত্র কুরআনে মোট কতবার ‘বিসমিল্লাহির রাহমানির রাহীম রয়েছে?

উত্তরঃ ১১৪ বার।

৪৯. প্রশ্নঃ কোন্ সূরা সম্পর্কে ইমাম শাফেঈ বলেন, “মানুষের জন্য এ সূরাটি ব্যতীত অন্য সূরা নাযিল না হলেও যথেষ্ট ছিল?

উত্তরঃ সূরা আছর।

৫০. প্রশ্নঃ পবিত্র কুরআনে কতজন নবীর নাম উল্লেখ করা হয়েছে?

উত্তরঃ ২৫ জন।


৫১. প্রশ্নঃ মাক্কী সূরা ও মাদানী সূরা বলতে কি বুঝায়?

উত্তরঃ মাক্কীঃ মদীনায় হিজরতের পূর্বে যা নাযিল হয়েছে।

মাদানীঃ মদীনায় হিজরতের পর যা নাযিল হয়েছে।

৫২. প্রশ্নঃ মাক্কী সূরার মৌলিক বৈশিষ্ট কি কি?

উত্তরঃ ১) তাওহীদ এবং আল্লাহর ইবাদতের প্রতি আহবান। জান্নাত-জাহান্নামের আলোচনা এবং মুশরিকদের সাথে বিতর্ক।

২) মুশরকিদের খুন-খারাবী, ইয়াতীমের সম্পদ ভক্ষণ প্রভৃতি কর্মের নিন্দাবাদ।

৩) সংক্ষিপ্ত বাক্য অথচ অতি উচ্চাঙ্গের সাহিত্য সমৃদ্ধ।

৪) নবী মুহাম্মাদ (ﷺ)কে সান্তনা দেয়া ও উপদেশ গ্রহণ করার জন্য ব্যাপকভাবে নবী-রাসূলদের কাহিনীর অবতারনা, এবং কিভাবে তাঁদের সমপ্রদায়ের লোকেরা তাঁদেরকে মিথ্যাবাদী বলেছে ও কষ্ট দিয়েছে তার বর্ণনা।

৫৩. প্রশ্নঃ মাদানী সূরার মৌলিক বৈশিষ্ট কি কি?

উত্তরঃ (১) ইবাদত, আচার-আচরণ, দন্ডবিধি, জিহাদ, শান্তি, যুদ্ধ, পারিবারিক নিয়ম-নীতি, শাসন প্রণালী অন্যান্য বিধি-বিধানের আলোচনা।

(২) আহলে কিতাব তথা ইহুদী খৃষ্টানদেরকে ইসলামের প্রতি আহবান।(৩) মুনাফেকদের দ্বিমুখী নীতির মুখোশ উম্মোচন এবং ইসলামের জন্য তারা কত ভয়ানক তার আলোচনা।

(৪) সংবিধান প্রণয়ণের ধারা ও তার লক্ষ্য-উদ্দেশ্য নির্ধারণ করার জন্য দীর্ঘ আয়াতের অবতারণা।

৫৪. প্রশ্নঃ মাদানী সূরা পরিচয়ের নিয়ম কি?

উত্তরঃ (১) যে সকল সূরায় কোন কিছু ফরয করা হয়েছে বা দন্ডবিধির আলোচনা করা হয়েছে।

(২) যে সকল সূরায় মুনাফেকদের সম্পর্কে আলোচনা করা হয়েছে।

(৩) যে সকল সূরায় আহলে কিতাবদের সাথে বিতর্ক করা হয়েছে।(৪) যে সকল সূরা “ইয়া আইয়্যুহাল্লাযীনা আমানূ” দ্বারা আরম্ভ হয়েছে।

৫৫. প্রশ্নঃ মাক্কী সূরার সংখ্যা কতটি?উত্তরঃ ৮৬টি সূরা।

৫৬. প্রশ্নঃ মাদানী সূরার সংখ্যা কতটি?উত্তরঃ ২৮টি সূরা।

৫৭. প্রশ্নঃ পবিত্র কুরআনের কোন্ সূরার প্রতিটি আয়াতে ‘আল্লাহ্ শব্দ আছে?

উত্তরঃ সূরা মুজাদালা। (৫৮ নং সূরা)

৫৮. প্রশ্নঃ পবিত্র কুরআনের কোন্ কোন্ সূরা ‘আল হামদুলিল্লাহ দ্বারা শুরু হয়েছে?

উত্তরঃ সূরা ফাতিহা,সূরা আনআম, সূরা কাহাফ, সূরা সাবা ওসূরা ফাতির।(সূরা নং যথাক্রমে, ১,৬,১৮,৩৪ ও ৩৫)

৫৯. প্রশ্নঃ পবিত্র কুরআনে ছয়জন ব্যক্তির নাম উল্লেখ আছে যাঁরা সকলেই নবীর পুত্র নবী ছিলেন।

উত্তরঃ (১) ইবরাহীমের পুত্র ইসমাঈল

(২) ইবরাহীমের পুত্র ইসহাক,

(৩) ইসহাকের পুত্র ইয়াকূব

(৪) ইয়াকূবের পুত্র ইউসুফ,

(৫) যাকারিয়ার পুত্র ইয়াহইয়া ও

(৬) দাউদের পুত্র সুলাইমান (আলাইহিমুস্ সালাম)


৬০. প্রশ্নঃ পবিত্র কুরআনে জাহান্নামের ৬টি নাম উল্লেখ হয়েছে। উহা কি কি?

উত্তরঃ (১) জাহান্নাম (সূরা নাবা: 21)

(২) সাঈর (সূরা নিসা: 10)

(৩) হুতামা (হুমাযা: 4)

(৪) লাযা (সূরা মাআরেজ: 15)

(৫) সাক্বার (সূরা মুদ্দাসসির: 42)(৬) হাভিয়া (সূরা কারিয়া: 9)

৬১. প্রশ্নঃ কুরআনের কোন সূরায় মুবাহালার আয়াত রয়েছে?

উত্তরঃ সূরা আলে ইমরান- আয়াত নং- ৬১।মুবাহালা: হক ও বাতিলের মাঝে দ্বন্দ্ব হলে, বাতিল পন্থীর সামনে যাবতীয় দলীল-প্রমাণ উপস্থাপন করার পরও সে যদি হঠকারিতা করে, তবে তাকে মুবাহালার জন্য আহবান করা হবে। তার নিয়ম হচ্ছেঃ উভয় পক্ষ নিজের স্ত্রী, সন্তান-সন্ততিকে উপস্থিত করবে, অতঃপর প্রত্যেক পক্ষ বলবে, আমরা যদি বাতিল পন্থা উপর প্রতিষ্ঠিত থাকি, তবে মিথ্যাবাদীদের উপর আল্লাহর লা’নত (অভিশাপ)। এটাকেই বলে মুবাহালা।

৬২. প্রশ্নঃ পবিত্র কুরআনের কোন্ সূরার কোন্ আয়াতে ব্যভিচারের দন্ডবিধির আলোচনা আছে?

উত্তরঃ সূরা নূর- আয়াত নং- ২।

৬৩. প্রশ্নঃ পবিত্র কুরআনের কোন সূরার কত নং আয়াতে ওযুর ফরয সমূহ উল্লেখ করা হয়েছে?

উত্তরঃ সূরা মায়েদা- আয়াত নং- ৬।

৬৪. প্রশ্নঃ পবিত্র কুরআনের কোন সূরার কোন আয়াতে চুরির দন্ডবিধি উল্লেখ হয়েছে?

উত্তরঃ সূরা মায়েদা- আয়াত নং- ৩৮।

৬৫. প্রশ্নঃ পবিত্র কুরআনের কোন সূরার কোন আয়াতে মিথ্যা অপবাদের শাস্তির বিধান উল্লেখ হয়েছে?উত্তরঃ সূরা নূর- আয়াত নং- ৪।

৬৬. প্রশ্নঃ পবিত্র কুরআনের কোন সূরার কোন আয়াতে মুমিন নারী-পুরুষকে দৃষ্টি অবনত রেখে চলাফেরা করতে বলা হয়েছে?

উত্তরঃ সূরা নূর- আয়াত নং ৩০-৩১।

৬৭. প্রশ্নঃ পবিত্র কুরআনের কোন সূরার কোন আয়াতে মীরাছ (উত্তরাধীকার সম্পদ বন্টন) সম্পর্কে আলোচনা করা হয়েছে?

উত্তরঃসূরা নিসা আয়াত নং-১১,১২ ও ১৭৬।

৬৮. প্রশ্নঃ পবিত্র কুরআনের কোন সূরার কোন আয়াতে বিবাহ হারাম এমন নারীদের পরিচয় দেয়া হয়েছে?

উত্তরঃ সূরা নিসা- আয়াত নং- ২৩, ২৪।

৬৯. প্রশ্নঃ পবিত্র কুরআনের কোন সূরার কোন আয়াতে যাকাত বন্টনের খাত সমূহ আলোচনা করা হয়েছে?

উত্তরঃ সূরা তওবা- আয়াত নং- ৬০।

৭০. প্রশ্নঃ পবিত্র কুরআনের কোন সূরার কোন আয়াতে ছিয়াম সম্পর্কিত বিধি-বিধান উল্লেখ হয়েছে?

উত্তরঃ সূরা বাক্বারা- আয়াত নং ১৮৩-১৮৭।


৭১. প্রশ্নঃ পবিত্র কুরআনের কোন সূরার কোন আয়াতে বাহনে আরোহনের দুআ উল্লেখ করা হয়েছে?

উত্তরঃ সূরা যুখরুফ- আয়াত নং- ১৩।

৭২. প্রশ্নঃ পবিত্র কুরআনের কোন সূরার কোন আয়াতে নবী (সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম) এর প্রতি দরূদ পড়ার আদেশ করা হয়েছে?

উত্তরঃ সূরা আহযাব- আয়াত নং ৫৬।

৭৩. প্রশ্নঃ কোন সূরার কোন আয়াতে হুনায়ন যুদ্ধের কথা আলোচনা করা হয়েছে?

উত্তরঃ সূরা তওবা- আয়াত নং- ২৫, ২৬।

৭৪. প্রশ্নঃ কোন সূরায় বদর যুদ্ধের ঘটনাবলী উল্লেখ করা হয়েছে?

উত্তরঃ সূরা আনফাল। (আয়াত নং : 5-19, 41-48, 67-69)

৭৫. প্রশ্নঃ কোন সূরায় বনী নযীরের যুদ্ধের ঘটনা উল্লেখ আছে?

উত্তরঃ সূরা হাশর।(আয়াত নং ২-১৪)

৭৬. প্রশ্নঃ কোন সূরায় খন্দক যুদ্ধের ঘটনা উল্লেখ আছে?

উত্তরঃ সূরা আহযাব (আয়াত নং ৯-২৭)।

৭৭. প্রশ্নঃ কোন সূরায় তাবুক যুদ্ধের ঘটনা উল্লেখ আছে?

উত্তরঃ সূরা তওবা (আয়াত নং ৩৮-১২৯)।

৭৮.প্রশ্নঃ কোন সূরায় নবী (সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম) হিজরতের ঘটনা উল্লেখ আছে?

উত্তরঃ সূরা তওবা (আয়াত নং ৪০)

৭৯.প্রশ্নঃ কোন সূরার কোন আয়াতে হারূত-মারূতের ঘটনা উল্লেখ আছে?

উত্তরঃ সূরা বাক্বারা- আয়াত নং- ১০২।

৮০. প্রশ্নঃ কোন সূরার কোন আয়াতে কারূনের কাহিনী উল্লেখ আছে?

উত্তরঃ সূরা ক্বাছাছ আয়াত ৭৬-৮৩।

৮১. প্রশ্নঃ কোন সূরার কোন আয়াতে সুলায়মান (আঃ)এর সাথে হুদহুদ পাখীর ঘটনা উল্লেখ আছে?উত্তরঃ সূরা নমল আয়াত নং ২০, ৪৪।

৮২. প্রশ্নঃ কোন সূরার কোন আয়াতে ক্বিবলা পরিবর্তনের ঘটনা উল্লেখ আছে?

উত্তরঃ সূরা বাক্বারা- আয়াত নং ১৪২-১৫০।

৮৩. প্রশ্নঃ কোন সূরায় নবী সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম এর ইসরা-মেরাজের ঘটনা উল্লেখ আছে?

উত্তরঃ সূরা বানী ইসরাঈল (আয়াত নং ১) ও সূরা নজম (আয়াত: ৮-১৮)

৮৪. প্রশ্নঃ কোন সূরায় হস্তি বাহিনীর ঘটনা উল্লেখ আছে?

উত্তরঃ সূরা ফীল।

৮৫. প্রশ্নঃ কোন সূরার কোন আয়াতে যুল ক্বারানাইন বাদশাহর ঘটনা উল্লেখ আছে?

উত্তরঃ সূরা কাহাফ- আয়াত নং- ৮৩-৯৮।

৮৬. প্রশ্নঃ কোন সূরার কোন আয়াতে ত্বালুত ও জালুতের ঘটনা উল্লেখ আছে?

উত্তরঃ সূরা বাক্বারা- আয়াত নং- ২৪৬-২৫২।

৮৭. প্রশ্নঃ কোন সূরার কোন আয়াতে মসজিদে আক্বসার কথা উল্লেখ আছে?

উত্তরঃ সূরা বানী ইসরাঈল- আয়াত নং-১

৮৮. প্রশ্নঃ কোন সূরার কোন আয়াতে পিতা-মাতার ঘরে প্রবেশের জন্য অনুমতি নেয়ার নির্দেশ দেয়া হয়েছে?

উত্তরঃ সূরা নূর- আয়াত নং- ৫৮, ৫৯

৮৯.প্রশ্নঃ সর্বপ্রথম কোন সাহাবী মক্কায় উচ্চ:স্বরে কুরআন পাঠ করেন?

উত্তরঃ আবদুল্লাহ্ বিন মাসউদ (রাঃ)।

৯০. প্রশ্নঃ পবিত্র কুরআনের কোন সূরাটি ওমর (রাঃ)এর ইসলাম গ্রহণের কারণ ছিল?

উত্তরঃ সূরা ত্বাহা।

৯১. প্রশ্নঃ পবিত্র কুরআনের মধ্যে কোন পরিবর্তন-পরিবর্ধন হবে না। আল্লাহ নিজেই তার হেফাযতের দায়িত্ব নিয়েছেন। কথাটি কোন সূরার কত নং আয়াতে আছে?

উত্তরঃ সূরা হিজর ৯ নং আয়াত।

৯২,বিরাম চিহ্ন কোরআনে কে দিয়েছেন?

উত্তরঃ আল্লামা তাইফুর সাজাওয়ান্দী( রা)

৯৩।কোরআন কয়টি এলাকার ভাষায় নাজিল হয়?

 কোরআন ৭টি এলাকার ভাষায় কোরআন নাজিল হয়--

عَلَى سَبْعِ لُغَاتِ الْعَرَبِ، وَهُمُ الْمَشْهُودُ لَهُمْ بِالْفَصَاحَةِ: كَقُرَيْشٍ، وَثَقِيفٍ، وَطَيِّئٍ، وَهَوَازِنَ، وَهُذَيْلٍ، وَالْيَمَنِ، وَبَنِي تَمِيمٍ

কোরাইশ,সাকিফ,ত্বায়,হাওয়াজিন,হুজাইল,ইয়ামান,বানি তামিম।

ভিন্ন বিষয়ক আয়াত۔۔আদেশমুলক আয়াত= ১০০০নিষেধমুলক আয়াত= ১০০০ভীতিমুলক আয়াত= ১০০০প্রতিজ্ঞামুলক আয়াত= ১০০০

দৃষ্টান্তমুলক আয়াত=১০০০ইতিহাসমুলক আয়াত= ১০০০প্রশংসামুলক আয়াত= ২৫০পুর্ণতামুলক আয়াত=১০০ উদ্দেশ্যমুলক আয়াত=২৫০

অন্যান্য= ৬৬

মোট= ৬৬৬৬[১১]

কোরআনের আয়াত সংখ্যা ৬৬৬৬ টি নয়, ৬২৩৬ টা, পোষ্টি পড়ে যাচাই করে নিন, এবং সূরার নাম গুলির অর্থ।


সূরার নাম আয়াত সংখ্যা


১. আল ফাতিহা→০৭ টি আয়াত।

২. আল- বাকারাহ্→২৮৬ টি আয়াত।

৩. আল- ইমরান→২০০ টি আয়াত।

৪. আন নিসা→১৭৬ টি আয়াত।

৫. আল- মায়িদাহ্→১২০ টি আয়াত।

৬. আল- আন'আম→১৬৫ টি আয়াত।

৭. আল- আ'রাফ→২০৬ টি আয়াত।

৮. আল- আনফাল→৭৫ টি আয়াত।

৯. আত- তাওবাহ্→১২৯ টি আয়াত।

১০. ইউনুস→১০৯ টি আয়াত।


প্রথম ১০ সূরার মোট আয়াত সংখ্যা ১৪৭৩ টি।


১১. হুদ→১২৩ টি আয়িত।

১২. ইউসুফ→১১১ টি আয়াত।

১৩. আর- রাদ→৪৩ টি আয়াত।

১৪. ইবরাহিম→৫২ টি আয়াত।

১৫. আল- হিজর→৯৯ টি আয়াত।

১৬. আন্- নাহল→১২৮ টি আয়াত।

১৭. বানী ইসরাঈল→১১১ টি আয়াত।

১৮. আল- কাহফ→১১০ টি আয়াত।

১৯. মারইয়াম→৯৮ টি আয়াত।

২০. ত্ব-হা→১৩৫ টি আয়াত।


দ্বিতীয় ১০ টি সূরার মোট আয়াত সংখ্যা ১০১০ টি।


২১. আল- আম্বিয়া→১১২ টি আয়াত।

২২. আল- হাজ্জ→৭৮ টি আয়াত।

২৩. আল- মু'মিনুন→১১৮ টি আয়াত।

২৪. আন্ নূর→৬৪ টি আয়াত।

২৫. আল- ফুরক্বান→৭৭ টি আয়াত।

২৬. আশ- শু'আরা→২২৭ টি আয়াত।

২৭. আন- নামাল→৯৩ টি আয়াত।

২৮. আল- কাসাস→৮৮ টি আয়াত।

২৯. আল- আনকাবুত→৬৯ টি আয়াত।

৩০. আর- রুম→৬০ টি আয়াত।


তৃতীয় ১০ টি সূরার মোট আয়াত সংখ্যা ৯৮৬ টি।


৩১. লুকমান→৩৪ টি আয়াত।

৩২. আস- সাজদাহ্→৩০ টি আয়াত।

৩৩. আল- আহযাব→৭৩ টি আয়াত।

৩৪. সাবা→৫৪ টি আয়াত।

৩৫. ফাত্বির→৪৫ টি আয়াত।

৩৬. ইয়া-সীন→৮৩ টি আয়াত।

৩৭. আস- সাফফাত→১৮২ টি আয়াত।

৩৮. সোয়াদ→৮৮ টি আয়াত।

৩৯. আয- যুমার→৭৫ টি আয়াত।

৪০. আল- মু'মিন বা গাফির→৮৫ টি আয়াত।

চতুর্থ ১০ টি সূরার মোট আয়াত সংখ্যা ৭৪৯ টি।

৪১. ফুসসিলাত→৫৪ টি আয়াত।

৪২. আশ- শুরা→৫৩ টি আয়াত।

৪৩. আয- যুখরুফ→৮৯ টি আয়াত।

৪৪. আদ- দুখান→৫৯ টি আয়াত।

৪৫. আল- জাসিয়া→৩৭ টি আয়াত।

৪৬. আল- আহ্কাফ→৩৫ টি আয়াত।

৪৭. মুহাম্মাদ→৩৮ টি আয়াত।

৪৮. আল- ফাতহ্→২৯ টি আয়াত।

৪৯. আল- হুজরাত→১৮ টি আয়াত।

৫০. ক্বাফ→৪৫ টি আয়াত।


পঞ্চম ১০ টি সূরার মোট আয়াত সংখ্যা ৪৫৭ টি।


৫১. আয- যারিয়াত→৬০ টি আয়াত।

৫২. আত- তূর→৪৯ টি আয়াত।

৫৩. আন- নাজম→৬২ টি আয়াত।

৫৪. আল- কামার→৫৫ টি আয়াত।

৫৫. আর- রহমান→৭৮ টি আয়াত।

৫৬. আল- ওয়াকিয়া→৯৬ টি আয়াত।

৫৭. আল- হাদীদ→২৯ টি আয়াত।

৫৮. আল- মুজাদালাহ্→২২ টি আয়াত।

৫৯. আল- হাসর→২৪ টি আয়াত।

৬০. আল- মুমতাহিনাহ্→১৩ টি আয়াত।


ষষ্ঠ ১০ টি সূরার মোট আয়াত সংখ্যা ৪৮৮ টি।


৬১. আস- সাফ→১৪ টি আয়াত।

৬২. আল- জুম'আহ্→১১ টি আয়াত।

৬৩. আল- মুনাফিকুন→১১ টি আয়াত।

৬৪. আত- তাগাবুন→১৮ টি আয়াত।

৬৫. আত- ত্বালাক→১২ টি আয়াত।

৬৬. আত- তাহরিম→১২ টি আয়াত।

৬৭. আল- মুলক→৩০ টি আয়াত।

৬৮. আল- ক্বালাম→৫২ টি আয়াত।

৬৯. আল- হাক্বাহ্→৫২ টি আয়াত।

৭০. আল- মাআরিজ→৪৪ টি আয়াত।


সপ্তম ১০ টি সূরার মোট আয়াত সংখ্যা ২৫৬ টি।


৭১. নুহ→২৮ টি আয়াত।

৭২. আল- জীন→২৮ টি আয়াত।

৭৩. আল- মুযযাম্মিল→২০ টি আয়াত।

৭৪. আল- মুদ্দাস্সির→৫৬ টি আয়াত।

৭৫. আল- ক্বিয়ামাহ্→৪০ টি আয়াত।

৭৬. আল- ইনসান→৩১ টি আয়াত।

৭৭. আল- মুরসালাত→৫০ টি আয়াত।

৭৮. আন- নাবা→৪০ টি আয়াত।

৭৯. আন- নাযি'আত→৪৬ টি আয়াত।

৮০. আবাস→ ৪২ টি আয়াত।


অষ্টম ১০ সূরার মোট আয়াত সংখ্যা ৩৮১ টি।


৮১. আত- তাকভীর→২৯ টি আয়াত।

৮২. আল- ইনফিতার→১৯ টি আয়াত।

৮৩. আল- মুতাফফিফীন→৩৬ টি আয়াত।

৮৪. আল- ইনশিক্বাক্ব→২৫ টি আয়াত।

৮৫. আল- বুরুজ→২২ টি আয়াত।

৮৬. আত তারিক্ব→১৭ টি আয়াত।

৮৭. আল- আ'লা→১৯ টি আয়াত।

৮৮. আল- গাশিয়াহ→২৬ টি আয়াত।

৮৯. আল- ফজর→৩০ টি আয়াত।

৯০. আল- বালাদ→২০ টি আয়াত।


নবম ১০ টি সূরার মোট আয়াত সংখ্যা ২৪৩ টি।


৯১. আশ- শামস্→১৫ টি আয়াত।

৯২. আল- লাইল→২১ টি আয়াত।

৯৩. আদ- দুহা→১১ টি আয়াত।

৯৪. আল- ইনশিরাহ্→৮ টি আয়াত।

৯৫. আত- ত্বীন→৮ টি আয়াত।

৯৬. আল- আলাক্ব→১৯ টি আয়াত।

৯৭. আল- ক্বাদর→৫ টি আয়াত।

৯৮. আল- বাইয়্যিনাহ্→৮ টি আয়াত।

৯৯. আল- যিলযাল→৮ টি আয়াত।

১০০. আল- আদিয়াত→১১ টি আয়াত।


দশম ১০ টি সূরার মোট আয়াত সংখ্যা ১১৪ টি।


১০১. আল- ক্বারি'আহ্→১১ টি আয়াত।

১০২. আত- তাকাসুর→৮ টি আয়াত।

১০৩. আল- আসর→৩ টি আয়াত।

১০৪. আল- হামাযাহ→৯ টি আয়াত।

১০৫. আল- ফীল→৫ টি আয়াত।

১০৬. কুরাইশ→৪ টি আয়াত।

১০৭. আল- মাউন→৭ টি আয়াত।

১০৮. আল- কাউসার→৩ টি আয়াত।

১০৯. আল- কাফিরুন→৬ টি আয়াত।

১১০. আন নাসর→৩টি 


একাদশ তম ১০ টি সূরার মোট আয়াত সংখ্যা ৫৯ টি


১১১. লাহাব→৫ টি আয়াত।

১১২. আল- ইখলাস→৪ টি আয়াত।

১১৩. অাল- ফালাক্ব→৫ টি আয়াত।

১১৪. আন নাস→৬ টি আয়াত।


শেষ চারটি সূরার মোট আয়াত সংখ্যা ২০ টি।


কোরাআনে মোট আয়াত আছে= (১৪৭৩+১০১০+৯৮৬+৭৪৯+৪৫৭+৪৮৮+২৫৬

+৩৮১+১১৪+৫৯+২০)

=৬২৩৬ টি আয়াত।

প্রচার করে মানুষকে কোরআনের মোট আয়াতের সঠিক সংখ্যাটি জানিয়ে দিন।


ইমাম মাহদী কে চেনার উপায়

ইমাম মাহদী আসার লক্ষণ এর আত্মপ্রকাশ

ফোরাত নদীর বর্তমান অবস্থা

Post a Comment

Previous Post Next Post