বর্তমানে ফেরাউনের লাশ কোথায় রাখা আছে

বর্তমানে ফেরাউনের লাশ কোথায় রাখা আছে

বর্তমানে ফেরাউনের লাশ কোথায় রাখা আছে
বর্তমানে ফেরাউনের লাশ কোথায় রাখা আছে

লোহিত সাগরে জাবালিয়ান নামক স্থানে ফেরাউনের লাশটি প্রথম আবিষ্কার করা হয় ১৮৯৮ সালে। রামোসেস টু কে ১৯৭৫ সালে ফ্রান্সের একটি জাদুগরে পাঠানো হয়। ফেরাউনের লাশ বিভিন্ন স্থানে নষ্ট হয়ে যাওয়াতে মিশর বা ইজিপ্ট থেকে ফ্রান্সে পাঠানো হয়। ফেরাউন এর লাশ বর্তমানে মিশরের রাজধানী কায়রোর একটি জাদুঘরে রাখা আছে৷।


পৃথিবী বিখ্যাত জালিম শাসক খোদাদ্রোহী ফেরাউন। আল্লাহর নবী হযরত মূসা (আঃ) এর বিরোধিতা করায় মহান আল্লাহ তাআলা হাজার হাজার বছর ধরে মিস্টার এ ফেরাউনকে দুনিয়ায় মানুষের জন্য দৃষ্টান্তরূপে উপস্থাপন করেছেন।


১৮৯৮ সালে লোহিত সাগরের হামামাতে ফেরাউন নামক এলাকা থেকে ফেরাউনের লাশ উদ্ধার করেন।  ৩১১৬ বছর পানির নীচে থাকা সত্ত্বেও তার লাশে কোন পচন ধরে'নি। বিনা প্রক্রিয়ায় তার লাশ আল্লাহ সংরক্ষণ করেছেন। ফেরাউনের পানিতে ডুবে মারা যাওয়া কিংবা তার লাশ সংরক্ষণ- এটা মুসলমান তথা সারা বিশ্বের জাতি গোষ্ঠির জন্য এক অনন্য নিদর্শন।


মহান আল্লাহ তাআলা কুরআনুল কারিমের সূরা ইউনুসের ৯০-৯২ নং আয়াতে বলেন, 

وَجَاوَزْنَا بِبَنِي إِسْرَائِيلَ الْبَحْرَ فَأَتْبَعَهُمْ فِرْعَوْنُ وَجُنُودُهُ بَغْيًا وَعَدْوًا حَتَّى إِذَا أَدْرَكَهُ الْغَرَقُ قَالَ آمَنتُ أَنَّهُ لا إِلِـهَ إِلاَّ الَّذِي آمَنَتْ بِهِ بَنُو إِسْرَائِيلَ وَأَنَاْ مِنَ الْمُسْلِمِينَ 


উত্তর: অর্থাৎ, আর আমি বনী ইসরাইলদেরকে সমুদ্র পার করে দিলাম। অতঃপর ফেরাউন ও তার দলবল নিয়ে তাদের পিছু নিল। অতঃপর যখন সে ডুবতে শুরু করল সে বলল: বনী ইসরাইলগণ যে সত্ত্বার উপর ঈমান এনেছে আমিও সেই সত্ত্বার উপর ঈমান আনলাম যিনি ছাড়া আর কোন উপাস্য নেই, আর আমি মুসলমানদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। আল্লাহ বললেন এখন এমন কথা বলছ এর আগে তুমি আমার নাফর মানী করেছ এবং তুমি ছিলে ফিতনা ফাসাদ সৃষ্টি কারীদের অন্তর্ভুক্ত। আজ আমি তোমার দেহকে উদ্ধার করবনা যেন তুমি তোমার পরবর্তীদের জন্যে নিদর্শন হয়ে থাক কিয়ামত পর্যন্ত। (সুরা ইউনুস: ৯০-৯২ আয়াত)


ফেরাউনের নাম নিয়ে কিছু কথা।

ফেরাউন আসলে কোন ব্যক্তির নাম নয়। খ্রিস্ট পূর্ব মিশরের ফেরাউন শাসনামলে রাজা বা বাদশাদের উপাধি ছিল ফেরাউন। কথিত আছে হযরত মূসা (আঃ) তার জীবনে ২জন ফেরাউনের দেখা মিলে। তাদের নাম হলোদ্বিতীয় রামেসিস ও তার পুত্র  মারনে পতাহ। দ্বিতীয় রামেসিস হল সেই ফেরাউন যার লাশ মিশরের মিউজিয়ামে বিনা প্রক্রিয়ায় সংরক্ষিত ।

ফেরাউনের লাশ কত লম্বা

ফেরাউনের লাশ কত লম্বা দেশে অনেকে অনেক রকম বলে থাকে। কেউ বলে ৬০ হাত কেউ নাকি আবার বলে ১২০ হাত। যাক, সে কথা বাদ দিলাম। আমরা বাস্তবে আসি। আমরা কয়েকবন্ধু লম্বালম্বি তার লাশের পাশে দাঁড়িয়েছিলাম। তার উচ্চতা হবে সর্বোচ্চ ৬ ফুট বা ৬ ফুট ৩ ইঞ্চির মত। এর বেশী না। অর্থাৎ, আমাদের দেশের সাধারণ মানুষের চেয়ে বেশী লম্বা না।


কুরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত কোনটি

ইমাম মাহদী কে চেনার উপায়

ইমাম মাহদী আসার লক্ষণ এর আত্মপ্রকাশ

ন দিয়ে সৌদি মেয়েদের ইসলামিক নাম


ফেরাউনের পরিশেষে বলব

ফেরাউনের এ আলোচনা থেকে বাস্তব শিক্ষা নেয়ার সময় এসেছে। ফেরাউন নিজেকে খোদা দাবী করেছে সত্য কিন্তু লোকচক্ষুর অন্তরালে আল্লাহর কাছে দুনিয়ার প্রভুত্ব প্রার্থনা করেছে। আল্লাহ সত্য মূসার ধর্ম সত্য বলে জানত। কিন্তু মানত না দুনিয়ার মোহনীয় লোভে পড়ে কত নিকৃষ্ট ধরণের অপকর্ম করেছে।

বর্তমান এ পৃথিবীতে ফেরাউনের চেয়েও অনেক নিকৃষ্ট লোক রয়েছে যারা আল্লাহকে মানেও না বিশ্বাসও করে না। 

আল্লাহ আমাদের সকলকে ফেরাউন সম্পর্কিত আয়াত সমূহ থেকে বাস্তব শিক্ষা নেয়ার তাওফিক দান করুক। (আমিন)

Post a Comment

Previous Post Next Post